২২ বছর পর গ্রেফতার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীতে দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকা এক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযুক্ত মো. ফিরোজ হাওলাদার (৫০) ২০০৩ সালে সংঘটিত এক হত্যাচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হন এবং ২০০৭ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
শুক্রবার (৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রহমতনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ফিরোজ বাউফল উপজেলার কবিরকাঠি এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে
২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাউফলের কালিশুরি এলাকায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ফিরোজ প্রতিপক্ষ মালেক মৃধাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন এবং পায়ের রগ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় মালেককে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর মালেকের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর ফিরোজ আত্মগোপনে চলে যান। মামলার অন্যান্য আসামিরা গ্রেপ্তার হলেও তিনি দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন। ২০০৭ সালে পটুয়াখালী জেলা দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তবে তিনি এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।
র্যাবের তৎপরতায় অবশেষে ধরা পড়ে ফিরোজ। গ্রেপ্তারের পর তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক তুহিন রেজা।