সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

মোঃ সিহাবুল আলম সম্রাট
,রাজশাহী
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক পিএলসি (লিড ব্যাংক) এর আয়োজনে ১২ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার সকাল ১০:৩০ টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই ঋণের চেক বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।
 ঋণ বিতরণ অনুষ্ঠানে ৩৫ টি বাণিজ্যিক ব্যাংক ৬১জন কৃষকের মাঝে ৪০ লক্ষ টাকার অধিক প্রকাশ্যে এ ঋণ বিতরণ করে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং