সারাদেশ

মহেশপুরে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ১৫.০২.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনে বিভিন্ন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ, ৪৪ বোতল ফেনসিডিল ও ৫০০পিচ ট্যাপেনটোডোল ট্যাবলেট উদ্ধার করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে মহেশপুরে শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শ্রীনাথপুর গ্রামের রহিম মিয়ার মেহগনী বাগানের ভিতর থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই সময় লড়াইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
একই দিন রাতে  কুসুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চাপাতলা গ্রামের একটি ভুট্রা ক্ষেতের পাশ থেকে ৫০০পিট ভারতীয় ট্যাপেনটোডোল ট্যাবলেট উদ্ধার করে। একই সময় যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
এঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে মামলা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,