সারাদেশ

সিরাজগঞ্জে সাত বছরের আল্পনা ধর্ষণের শিকার

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে পুরো দেশ যখন শোকাহত, ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ৭ বছরের দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
অসুস্থ অবস্থায় নির্যাতিত স্কুলছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, গত রোববার সকালে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হয় তার পরিবার। বুধবার সকালে এ বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে, এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার রাতে ভুক্তভোগীকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যেই ওই হাসপাতালে তার খোঁজখবর নেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, শিশুটি ভালো আছে। তার বাবা থানায় এসেছেন। মামলার অভিযোগ লেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং