সারাদেশ

জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৯ এপ্রিল ২০২৫ইং
জয়পুরহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশির সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০), নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। এরপর পাঁচবিবি পুলিশ ডিবি অফিসে ফোন করে বিষয়টি নিশ্চিত হলে তাদের আটকিয়ে রাখতে বলেন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,