সারাদেশ

মাদারীপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

হোসাইন মাহমুদ মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরের কালকিনিতে চাঁদার দাবিতে মো. সাব্বির হাওলাদার (২৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে পৌরসভার চরবিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর ভাই নুরই আলম কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রত্যক্ষদর্শী রাসেল সরদার জানান, বশির ও তার সহযোগীরা সাব্বিরকে কুপিয়ে জখম করে এবং তাকেও মারধর করে হত্যার হুমকি দেয়।
সাব্বির অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় বশির ও তার লোকজন তাকে কুপিয়ে আহত করে। অভিযুক্তরা পলাতক রয়েছে।
কালকিনি থানার ওসি সোহেল রানা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,