মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মাদক উদ্ধার, ১২ বাংলাদেশি আটক

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ পারাপারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৮ বিজিবির ধারাবাহিক অভিযানে ভারতীয় মদ ও গাঁজা উদ্ধারসহ সীমান্ত পারাপারের সময় নারী, শিশু ও পুরুষসহ ১২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এছাড়াও, ভারতীয় পুলিশ ও বিএসএফের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয়েছে এক বাংলাদেশি যুবকের মরদেহ।
বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৪ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বেতবাড়িয়ার কলাবাগানে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে, ৫ জুলাই সকাল ৯টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপি এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে তিন পুরুষ, দুই নারী ও এক শিশুসহ মোট ছয়জন বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটককৃতরা নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
একই দিনে দুপুর ১টায় এবং ভোর ৫টা ৪০ মিনিটে শ্রীনাথপুর বিওপি এলাকার সজীবের কলাবাগান থেকে আরও ৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন পুরুষ, দুই নারী এবং এক শিশু রয়েছে।
এছাড়া ভোর ৪টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করা হয়।
মৃতদেহ হস্তান্তরের ঘটনা
একইদিনে মহেশপুর সীমান্তে ঘটে আরেক মানবিক ঘটনা। বিজিবি জানায়, গত ১১ এপ্রিল ইছামতি নদীর ওপারে ভারতের অংশে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পাওয়া যায়। পরে শনাক্ত করা হয় যে, মৃত ব্যক্তি হচ্ছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাসিন্দা মোঃ রমজান আলীর ছেলে মুহা: ওয়াসিম আকরাম।
দীর্ঘদিন পতাকা বৈঠক ও যোগাযোগের পর বিএসএফ মরদেহ ফেরতের বিষয়ে সম্মতি দেয়। ৫ জুলাই দুপুর ১২টা ৫০ মিনিটে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশ মরদেহটি মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি’র অবস্থান
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।