সারাদেশ

ঝিনাইদহ-যশোর মহাসড়কে  প্রতিনিয়তই হচ্ছে দুর্ঘটনা ঝরছে তাজা প্রাণ! 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টার রিপোর্টার
ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৪৫ কিলোমিটার দীর্ঘ অংশ যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন খানাখন্দ আর গর্তে ভরা। এর সঙ্গে যুক্ত হয়েছে গড়াই ও রূপসা পরিবহনের বেপরোয়া গতি, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে কয়েকগুণ। ফলে এই সড়কে প্রতিনিয়তই ঘটছে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।
জানা যায়, ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত মহাসড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কজুড়ে ছোট-বড় গর্তের কারণে যান চলাচলে সৃষ্টি হয়েছে মারাত্মক দুর্ভোগ। বিশেষ করে বৃষ্টির দিনে এই গর্তগুলো পানিতে ভরে গিয়ে আরও বিপজ্জনক হয়ে উঠছে।
এদিকে, এই দুরবস্থার মাঝেও গড়াই ও রূপসা পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। চালকদের অসাবধানতা, প্রতিযোগিতার মনোভাব ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে এই পরিবহনগুলো নিয়ম-শৃঙ্খলা না মেনে দাপিয়ে বেড়াচ্ছে সড়কজুড়ে। গত এক মাসেই এই রুটে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন এবং আহত হয়েছেন আরও অনেক।
স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক সংস্কারে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। বারবার অভিযোগ করেও মিলছে না কার্যকর পদক্ষেপ। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিলেও বাস্তবিক উন্নতির কোনো চিহ্ন নেই।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করি। রাস্তার এই বেহাল দশা ও বাসের বেপরোয়া গতি আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
জনসাধারণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক সংস্কার ও পরিবহন নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। অন্যথায়, এই মহাসড়ক আরও অনেক তাজা প্রাণ কেড়ে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,