সারাদেশ

রায়পুরে যানজট নিরসনে যৌথ অভিযান, জরিমানা ৩১ হাজার টাকা ও ফুটপাতে ৮টি দোকান উচ্ছেদ

 

রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :

রায়পুর পৌর শহরে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ আগষ্ট )দুপুরে শহরের লক্ষ্মীপুর- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলে এই অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজিসহ বিভিন্ন গাড়ি থেকে ৩১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ফুটপাত দখলে প্রায় ৮ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।

 

জানাযায়, শহরের লক্ষ্মীপুর- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের থানা মোড় থেকে পৌরসভা পর্যন্ত দুই পাশের অর্ধেক করে দোকানদারদের মালামাল, সিএনজি, অটো রিক্সা, ভ্যান দখলে করে তীব্র যানজট সৃষ্টি করে। পৌর প্রশাসন মাঝে-মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখল মুক্ত করলেও তা’ সবসময় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যার ফলে তীব্র যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান বলেন, দখলমুক্ত করতে বেশ কয়েকটি অভিযান করা হয়েছে। কিন্তু কোন সফল না পাওয়ায় ফের জরিমানা বৃদ্ধি গাড়ি প্রতি ৫ হাজার টাকা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,