সাতক্ষীরায় ১৬০ লিটার নকল দুধ জব্দ,ব্যবসায়ীকে জরিমানা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ভেজাল দুধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৯ আগস্ট) ১৬০ লিটার নকল দুধ জব্দ ও ধ্বংস করা হয়। একই সঙ্গে দায়ী প্রতিষ্ঠান বিশ্বজিৎ ঘোষ ডেইরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকারীরা জানান, ঘোষপাড়া কচুয়া বাজারের ওই ডেইরিতে দুধের সঙ্গে সয়াবিন তেল, জেলি, পানি ও গ্লুকোজ মিশিয়ে ভেজাল তৈরি করা হচ্ছিল। পরীক্ষা-নিরীক্ষায় বিষয়টি প্রমাণিত হলে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর। এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত দুধ পরীক্ষা করে ভেজাল শনাক্ত করেন।
এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে ভেজাল দুধ বা খাদ্য বিক্রি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া অভিযানে সাতক্ষীরা জেলা পুলিশের একটি চৌকস টিম সহায়তা করে এবং বাজার এলাকায় ভোক্তা সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।