আগামী সংসদ নির্বাচনে সাতক্ষীরায় বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশের দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশব্যাপী বিএনপির করা জরিপ, দলটির বিশ্বস্ত সূত্র, জেলা বিএনপির শীর্ষনেতা এবং স্থানীয় প্রতিনিধিদের তথ্য সমন্বয়ে প্রস্তুুত তালিকায়…
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম ও সাংবাদিক সাইদুর রহমান এবং আরিফুজ্জামান মামুন এ আসনে মনোনয়ন প্রত্যাশী।
সাতক্ষীরা-২ (সদর) আসনে জেলা আহবায়ক রহমত উল্লাহ পলাশ, জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিঠু খান (পদস্থগিত) এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ চেয়ারম্যান (পদস্থগিত)।
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আইয়ুব আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-যোগযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল আলম শাহীন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ জলবায়ু বিষয়ক সম্পাদক। এছাড়া প্রার্থী হিসেবে নাম আসছে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা ইয়াসিন আলীর।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের আংশিক) আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলার সাবেক আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, ছাত্রদলের সাবেক শীর্ষনেতা আমিনুর রহমান আমিন, থানা বিএনপি নেতা আশিক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহেদ আলী মাস্টার, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাহান রনি, কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম খান।