সারাদেশ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার সমাধিতে ব্যারিস্টার সাকিলা ফারজানার শ্রদ্ধা নিবেদন

হাটহাজারী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকপ্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা।

সোমবার (পহেলা সেপ্টেম্বর) সকালে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। হাটহাজারী আসনের আওতাধীন ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন দুটি ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি শহীদ জিয়ার সমাধির দিকে যাত্রা করে এবং সেখানে গিয়ে শেষ হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বিএনপির প্রতিষ্ঠাতা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। আজ তাঁর প্রতিষ্ঠিত দলের ৪৭তম জন্মদিনে আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের অধিকার রক্ষায় আরও দৃঢ় প্রতিজ্ঞ করছি।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে বিএনপি সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা বলেন, দেশের সংকটময় সময়ে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে। আজও তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,