কলমাকান্দায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
																																		স্টাফ রিপোর্টার (নেত্রকোনা):
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির নাজিরপুর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া ,যুগ্ম-সাধারন সম্পাদক মো. খায়রুজ্জামান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আনোয়ার হোসেন আজাদ আইনল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খাইরুল খান, সদস্য সচিব মো. সাদেক মিয়া, দুর্গাপুর সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক মো. আমিনুল তালুকদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার দিন দিন বেড়ে চলেছে। তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। চোরাকারবারিদের দৌরাত্ম্যও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অবিলম্বে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
        
                        

                        
                            