চাঁদপুরে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মো: রাজন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ভূঁইয়া গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের প্রয়াত সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিল। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও আগুন লাগায়। পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ ঘটনায় মামলা হয়।
ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিএনপির কার্যালয় ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




