সারাদেশ

কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় গ্রেফতার ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণ মামলার দুই নং আসামিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী শাফায়েত হোসেন (২৫) কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে মাইন উদ্দিনের ছেলে।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের প্রবাসী শাখাওয়াত হোসেনের মেয়ে সামিরা সুলতানা (১৬) সম্প্রতি এসএসসি পাস করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, প্রাইভেট শিক্ষক হৃদয় বসত ঘরে ঢুকে সামিরাকে ডেকে নিয়ে আসে এবং মুখ চেপে ধরে টেনে-হিঁচড়ে দরজার বাইরে নিয়ে যায়। এরপর শাফায়েত ও মারুফের সহযোগিতায় জোরপূর্বক সামিরাকে সিএনজিতে তুলে দ্রুত উত্তর দিকে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও এখনো সামিরার কোনো সন্ধান পাননি।

এ বিষয়ে শাখাওয়াত হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে পরে থানায় অভিযোগ দায়ের করেন। তিনি তার মেয়েকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,