পাবনার সুজানগরে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার পাবনা
পাবনার সুজানগর পৌর বাজারে অঅনুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পৌরবাজারের কৃষি বীজ ভান্ডার, মহিত বীজ ভান্ডার ও মন্ডল বীজ ভান্ডার নামে ৩টি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ। অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হোসেন।
এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলামসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং থানার এসআই আবুল বাশার ও আনসার সদস্য এসময় উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে সুজানগরের সার ডিলার আব্দুল কাদের রোকনের সারের গোডাউনেও অভিযান চালানো হয়। এ সময় সার ডিলার আব্দুল কাদের রোকনের কাছ থেকে সরাসরি কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয়ের সকল তথ্য নেওয়া হয়।
ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, ‘আমরা খবর পাই, নিবন্ধিত ডিলারের বাইরেও কিছু খুচরা বিক্রেতা অননুমোদিতভাবে সার বিক্রি করে আসছে। অভিযানে দেখতে পেলাম লাইসেন্স নেই, অননুমোদিত বেশ কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে আসছে। কোনো প্রকার অনুমোদন ছাড়া সার বিক্রির দায়ে ৩টি সার ও কীটনাশকের দোকান মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৩০ বস্তা জব্দকৃত ডিএপি, এমওপি ও ইউরিয়া সার সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে কৃষকদের নিকট বিক্রি করে সেই অর্থ রবিবার সরকারি কোষাগরে জমা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে তারা যেন আর বিক্রয় না করে। অনুমোদনহীন ব্যবসা থেকে ফিরে আসে যেনো। সকল ডিলারের প্রতি অনুরোধ, তারা যেন কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করে।