সারাদেশ

শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু’র ও মন্দিরের বিরুদ্ধে ষড়যন্ত্র : সনাতনীদের ক্ষোভ ও প্রতিবাদে বিরাজমান উত্তেজনা 

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
সনাতনী দের প্রান পুরুষ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাসের বিরুদ্ধে পূর্বে ঘটনা তুলে ধরে নির্মাণাধীন মন্দিরের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছে স্থানীয় ও দেশ বিদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষ। তারা এঘটনায় প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। অসৎ উদ্দেশ্যে এ অপপ্রচার কে ঘিরে স্থানীয় সনাতনীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বিস্ফোরিত হয়ে অনাকাংখিত ঘটনা ঘটার সম্ভবনা দেখা দিয়েছে।
স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষেরা দাবী করেন, পূর্বে একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কিছু নাম ধারী ফেসবুকার ফেসবুকে মনগড়া নানা তথ্য দিয়ে বর্তমান সময়ে হরিদাস চন্দ্র তরনীদাস আটক ও গ্রেফতারের মিথ্যা তথ্য ছড়িয়ে তাকে ও তার ভক্তদের মানসিক ভাবে নির্যাতন করছে। তারা আরো বলেন, আমরা এই মানসিক নির্যাতন কারী ফেসবুকারদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। আইন যদি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন না করে তবে আমাদের আইন হাতে তুলে নিতে বাধ্য হতে হবে।
মন্দিরে আসা ভক্তরা দাবী করেন, শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কলি যুগের শ্রেষ্ট মন্দির রুপ নিয়েছে। এ মন্দিরের হাজার হাজার ভক্তকুল রয়েছে। মন্দির বা মন্দিরে প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস এর বিরুদ্ধে ষরযন্ত্র চলমান থাকলে তারাও বসে থাকবে না সারাদেশে প্রতিবাদে নেমে পড়বে।
এদিকে স্থানীয় অন্যান্য ধর্মালম্বী মানুষ দাবী করেন, এ মন্দির নির্মাণ হওয়ায় এলাকার পরিচিত যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি স্থানীয় ব্যবসায়ি ও শ্রমজীবি মানুষের আয়ের পথসুগম হয়েছে। এতে সবাই উপকৃত হচ্ছে কারো কোন সমস্যা হচ্ছেনা, কেউ কোন অভিযোগ করছেন না বরং স্থানীয় প্রতিটি বাসিন্দা মন্দিরের পবিত্রতা ও সনাতনীদের চলাচলে নিরাপত্তা এবং সার্বিক সহযোগীতা চলমান রেখেছে। মন্দিরটি দ্রুত সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় একটি চক্র ইর্ষান্তি হয়ে গভীর সরযন্ত্রে মেতে উঠেছে যা স্থানীয় প্রতিটি মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করছে।  আমরা এই ষড়যন্ত্র কারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের সরকার প্রধান ও সংশিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি ।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার হোসেন পুর ইউনিয়নের সন্তান হরিদাস চন্দ্র তরনীদাস নিজ  ও ভক্তকুলের অর্থ্যায়নে কয়েক কোটি টাকা ব্যয়ে কলি যুগের শ্রেষ্ট মন্দির গড়ে তুলছেন যা নির্মাণাধীন সময়ে ভক্তকুলের পদচারণায় এখন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও  কালি মন্দির সনাতনী দের পূর্ণভূমিতে রুপ পেয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,