পঞ্চগড়ে সারজিসের লংমার্চ শেষে জনসভায় বিদ্যুৎ চলে যাওয়ার কারণ জানালো নেসকো
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের
শনিবার রাতে লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক মোড়ে সমাপনী পথসভায় সারজিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সেই সময় সারজিস আলমকে বলতে শুনা যায়, একবার নয় দুই বার নয় এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলা কালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো দুইদিন কিছু বলতাম না। কিন্তু আজ নিয়ে তিনদিনই এটা হইছে। যারা এই কাজ করেছে মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেবো। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো। তার এ লংমার্চের সমাপনী পথসভায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। শনিবার রাতে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সরজমিনে তদন্ত করে জানা গেছে, ওই সময়ের বিদ্যুৎ বিভ্রাটটি ছিল নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর তথ্যানুযায়ী সম্পূর্ণ কারিগরি ত্রুটিজনিত।
নেসকোর ভারপ্রাপ্ত প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী মোড় এলাকায় আমাদের একটি লাইনে আগুন লাগে। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আমরা বিদ্যুৎ লাইনটি বন্ধ করি। পরবর্তীতে আমাদের কারিগরি টিম দ্রুত ব্যবস্থা নিয়ে ৯টা ২৮ মিনিটে সংযোগ পুনরায় সচল করে। অর্থাৎ মাত্র ৮ মিনিট বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
তিনি আরও বলেন, প্রোগ্রামের বিষয়ে আমাদের আগে থেকে জানানো হয়নি। ঘটনাটি ছিল একটি দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যা।
পঞ্চগড় পৌর এলাকার বৈশাখী মোড়ের স্থানীয় বাসিন্দা সায়েম সরকার জানান, সেই সময় আমি বাড়িতে খাওয়ায় বসেছিলাম। হঠাৎ দেখি বাইরে সবাই চিৎকার করছে বিদ্যুতের ট্রান্সফরমারের তারে আগুন লেগেছে। আমরা তাড়াহুড়ো করে বাইরে চলে যাই। আমি বিদ্যুৎ অফিসের লাইনম্যানকে ফোন দিলে তারা সঙ্গে সঙ্গে লাইন বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর আবার সংযোগ চালু করে, আগুন নিভে যায়। পরে নেসকোর টিম ঘটনাস্থলে আসে।
নেসকোর অফিসিয়াল তথ্যানুযায়ী, শনিবারের বিভ্রাটটি ছিল বৈশাখী মোড়ে ট্রান্সফরমারের লাইনে আগুন লাগার কারণে সৃষ্ট কারিগরি ত্রুটি, যা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে মাত্র ৮ মিনিটের মধ্যেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়।
গতকাল শনিবার রাতে লংমার্চ শেষে পঞ্চগড়ের শেরে বাংলাপার্ক মোড়ে সমাপনী পথসভায় সারজিস আলম বক্তব্য রাখার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সেই সময় সারজিস আলমকে বলতে শুনা যায়, একবার নয় দুই বার নয় এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলা কালে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? একদিন হয়তো দুইদিন কিছু বলতাম না। কিন্তু আজ নিয়ে পরপর তিনদিনই এটা হইছে এমনকি যারা এই কাজটা করেছে মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেবো। তাদের কলিজা কতো বড় হইছে। কলিজা ছিড়ে রাস্তায় ফেলে রাখবো। এরপর দেখবো পঞ্চগড়ের নেসকোর দায়িত্বে কে আছে। আমরা মনে করি আপনারা রাজনৈতিক দেউলিয়া। আপনারা রাজনৈতিক চাটুকার। আপনারা একেকজন রাজনৈতিক তোষামোদকারী পা চাটা। এই জন্য এনসিপির প্রোগ্রামের সময় প্রত্যেকবার এইটা হয়। আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি এরপর থেকে যদি কোন প্রতিষ্ঠান পঞ্চগড়ে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরন করে ওই প্রতিষ্ঠান এই পঞ্চগড়ে থাকবেনা। এটা আমার নিজের কমিটমেন্ট।

