আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়ায় পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে চাপাতি, রড ও লাঠিসোটা দিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে। গত ১০ নভেম্বর ভোরে স্থানীয় আমেনা মডেল স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তির স্ত্রী আকলিমা আক্তার মুক্তা আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আহত মোঃ আমিনুর রহমান (৪৫) দীর্ঘদিন ধরে ওই এলাকায় আসিয়া ফার্মেসি পরিচালনা করতেন। পরে তার ছোট ভাই এসএম রফিকুল ইসলামকে ব্যবসা বুঝিয়ে দিয়ে তিনি নয়ারহাটের একটি কারখানায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন। দুই ভাই মিলে জমি কিনে বহুতল ভবন নির্মাণ করলেও রফিকুল ইসলাম নিয়মিত ব্যাংকের কিস্তি পরিশোধ করতেন না। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগকারীর দাবি, ওই বিরোধকে কেন্দ্র করে রফিকুল ইসলাম এবং তার ভাই শাহীনুর রহমান নিয়মিত উসকানি দিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করতেন। একপর্যায়ে বাড়িটি আত্মসাতের উদ্দেশ্যে তারা আমিনুর রহমানকে হত্যার হুমকিও দেন।
ঘটনার দিন ভোরে আমিনুর রহমান বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে আমেনা মডেল স্কুলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা রফিকুল ইসলাম চাপাতি দিয়ে তার মাথা ও কান বরাবর কোপ দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে শাহীনুর রহমান ও তাবাসসুম আক্তার লাভলী রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন।
চিৎকার শুনে স্ত্রী আকলিমা আক্তার মুক্তা ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় আমিনুর রহমানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।



