প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে গনশুনানি
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের আলাউদ্দিন মার্কেট চত্বরে, বেড়ে চলা প্লাস্টিক দূষণ রোধে গন শুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর)সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউপি সদস্য রবিউল ইসলাম এর সভাপতিত্তে ইয়ুথ ফর সুন্দরবন এর আয়োজনে বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগিতায় সভায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আল- হুদা, ও সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান (ফয়সাল), সাতক্ষীরা রেঞ্জের ইকো সুন্দরবনের ডিস্টিক কো-অর্ডিনেটর গোলাম কবরিয়া, ইযুথফর সুন্দরবনের সভাপতি আশিক, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, মোস্তাকিম ইসলাম রোহানী, পরিবেশ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সামিয়া আফরিন, ইযুথফর সুন্দরবনের সদস্য রাজিয়া সুলতানা প্রমুখ।
বক্তারা জানান, নদী-খাল, চিংড়িঘের ও সুন্দরবনের প্রবেশমুখে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক জমে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এতে বিভিন্ন মাছ, কাঁকড়া, বণ্য প্রাণী ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
সভায় প্লাস্টিক ব্যবহার কমানো, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং স্থানীয়ভাবে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় আরো বলা হয়, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন, ব্যবসায়ী, জেলে, পর্যটক ও স্থানীয় জনগণের যৌথ ভূমিকা অপরিহার্য।
সভা শেষে প্লাস্টিকমুক্ত বুড়িগোয়ালিনী গড়তে বিভিন্ন সচেতনতা কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।





