সারাদেশ

দেবীগঞ্জের কালীগঞ্জ বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করলেন আজাদ হোসেন আজাদ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন পঞ্চগড় ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। এসময় ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়েছেন প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।
২৪ নভেম্বর সোমবার রাতে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেছেন।
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ কালীগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের কুশল বিনিময় করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ও জাতীয় ফুটবল লীগের সদস্য ফরহাদ হোসেন আজাদ ভোটারদের কাছে দোয়া চান।
পরে কালীগঞ্জ বাজারে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শ্রমিকদের কল্যানে কাজ করবে। শ্রমিকদের সংগঠনের নেতৃত্ব শ্রমিকরাই দিবে এ ব্যাপারেও তিনি কথা বলেন। তিনি বলেন শ্রমিকদের নেতৃত্ব শ্রমিকরাই দিবে, অন্য কেউ দিলে সেটা নীতির মধ্যে পড়েনা।
বাজারে ব্যবসায়ীদের সাথে লিফলেট বিতরন কালে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সহ সভাপতি ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি তারেক আজিজসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,