সারাদেশ

কেরানীগঞ্জ বালক দল চ্যাম্পিয়ন, বালিকা দল রানার-আপ তারুণ্যের উৎসব জাতীয় গোল্ডকাপে

তারুণ্যের উৎসব ২০২৫-এর জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে কেরানীগঞ্জ উপজেলা দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা নবাবগঞ্জ উপজেলাকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়। এ সাফল্য কেরানীগঞ্জবাসীর জন্য গৌরবের এক নতুন অধ্যায় রচনা করেছে। অন্যদিকে, টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগেও কেরানীগঞ্জের মেয়েরা অসাধারণ খেলে  রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

কেরানীগঞ্জ উপজেলায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এবং ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান, জেলা ক্রীড়া অফিসার  সুমন কুমার মিত্র এবং কেরানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাবা নূর নাহার।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা কেরানীগঞ্জের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তারা বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের মেধা বিকাশের অন্যতম মাধ্যম এবং দেশীয় ক্রীড়ার মান উন্নয়নে বড় ভূমিকা রাখে।

কেরানীগঞ্জ উপজেলার বালক ও বালিকা দলের এ সাফল্যে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।ম্যাচটি দেখতে স্থানীয় মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে দর্শকরা করতালিতে মুখর ছিলেন।

এই জয় কেবল কেরানীগঞ্জ নয়, পুরো ঢাকার জন্য এক বিশাল প্রাপ্তি। ফুটবলপ্রেমীরা আশা করছেন, এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কেরানীগঞ্জের ছেলেমেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জন করবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং