Uncategorized জাতীয় সারাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর) চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সিএনজি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫জন

বুধবার (৭ মে ) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ এনাম হোসেন হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহারা গ্রামের মুন্সী বাড়ীর খোরশেদ আলমের ছেলে।

আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহত এনাম হোসেনের বাবা খোরশেদ আলম জানান, কয়েকদিন আগে ঢাকার গাজীপুরে বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়।

বাকিলা ২নং ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান  জানান, চাঁদপুর থেকে আসা সিএনজি চাঁদপুরগামী দুইটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে দুই সিএনজির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিএনজি সামনের সিটে বসা মোঃ এনাম হোসেন নামের এক যুবকের ঘটনাস্থলে মৃত্যু   হয়। আরো পাঁচ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম। তিনি জানান, মরদেহ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি দুটো জব্দ করা হয়।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,