সারাদেশ

চট্টগ্রামে জুলাই – আগষ্ট ছাত্র আন্দোলনে হামলার মদদদাতা গ্রেফতার 

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় ইঞ্জিনিয়ার জাহেদ আফসার চৌধুরী নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতরাত (৪ মে) ১১টার সময় নগরীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাহেদ আফসার চৌধুরী চকবাজার এলাকার মৃত নুরুল আবছার চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগ নেতা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে জুলাই – আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় অর্থের যোগানদাতা ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।
তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছে চকবাজার থানার এসআই গিয়াসউদ্দিন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটিয়েছে বলেও জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,