সারাদেশ

শ্যামনগরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা,টাকা ও মোবাইল ফোন সহ গ্রেফতার -১

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা,টাকা ও মোবাইল ফোন সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লার নেতৃত্বে এস আই মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বংশীপুর এলাকার নিজবাড়ী থেকে ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ লক্ষ ৫০ হাজার ৮৯০টাকা ও ৩টি মোবাইলফোন সহ মোঃ ইসরাফিল গাজী ওরফে হারাকে(৬৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হল উপজেলার বংশীপুর ঈশ্বরীপুর গ্রামের মৃত এন্তাজ গাজীর ছেলে।
মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে মোঃ ইসরাফিল গাজীর বসত ঘরের শয়ন কক্ষ থেকে ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ লক্ষ ৫০ হাজার ৮৯০টাকা ও ৩টি মোবাইলফোন সহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে শ্যামনগর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  শ্যামনগর থানা পুলিশ জানান রোববার  গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,