সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই নেতাকে বহিষ্কার প্রতিবাদে মানবন্ধন

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুই নেতাকে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত করেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচি চলাকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ, আইয়ুব আলী খান, ৮নং বড় বাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয় প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গেল ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান নির্বাচিত হন।
কাউন্সিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন তাদেরকে বিজয় ঘোষনা করেন। তবে ফলাফল ঘোষনায় বিলম্ব হওয়ায় কেন্দ্রের বাইরে জেলার নেতাদের সাথে অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
এতেই ক্ষুদ্ধ হয়ে জেলায় গিয়ে কমিটি বাতিলের ঘোষণা দেন। সেই ঘোষণা উপজেলা কমিটি প্রত্যাখ্যান করলে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে নব-নির্বাচিত দুই নেতাকে বহিস্কার করান। যা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী নেতাকর্মীসহ সাধারণ মানুষও কেউ মানতে পারছে না। কারণ উপজেলা বিএনপির কর্ণধার এ্যাড. মোঃ সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবুর রহমান। তাই তারা ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছে। জেলা কমিটির কিছু নেতার তা সহ্য না হওয়ার কারণে আজ দলের ভেতরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উপজেলা বিএনপির এই দুই নেতা তৃণমুল নেতাকর্মীদের আগলে রেখেছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিদায় নেয়ার অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া হবে না।
অবিলম্বে তা প্রত্যাহার করে দলের ভাবমুর্তি রক্ষার দাবি জানান নেতারা। অন্যথায় ঢাকায় বিএনপি পার্টি অফিসের সামনে কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,