সারাদেশ

ঝিনাইদহ-যশোর মহাসড়কে  প্রতিনিয়তই হচ্ছে দুর্ঘটনা ঝরছে তাজা প্রাণ! 

মোঃ হামিদুজ্জামান জলিল স্টার রিপোর্টার
ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৪৫ কিলোমিটার দীর্ঘ অংশ যেন এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কটি এখন খানাখন্দ আর গর্তে ভরা। এর সঙ্গে যুক্ত হয়েছে গড়াই ও রূপসা পরিবহনের বেপরোয়া গতি, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে কয়েকগুণ। ফলে এই সড়কে প্রতিনিয়তই ঘটছে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।
জানা যায়, ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত মহাসড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সড়কজুড়ে ছোট-বড় গর্তের কারণে যান চলাচলে সৃষ্টি হয়েছে মারাত্মক দুর্ভোগ। বিশেষ করে বৃষ্টির দিনে এই গর্তগুলো পানিতে ভরে গিয়ে আরও বিপজ্জনক হয়ে উঠছে।
এদিকে, এই দুরবস্থার মাঝেও গড়াই ও রূপসা পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করছে। চালকদের অসাবধানতা, প্রতিযোগিতার মনোভাব ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবে এই পরিবহনগুলো নিয়ম-শৃঙ্খলা না মেনে দাপিয়ে বেড়াচ্ছে সড়কজুড়ে। গত এক মাসেই এই রুটে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫ জন এবং আহত হয়েছেন আরও অনেক।
স্থানীয়রা অভিযোগ করেন, সড়ক সংস্কারে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। বারবার অভিযোগ করেও মিলছে না কার্যকর পদক্ষেপ। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা আশ্বাস দিলেও বাস্তবিক উন্নতির কোনো চিহ্ন নেই।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করি। রাস্তার এই বেহাল দশা ও বাসের বেপরোয়া গতি আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
জনসাধারণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক সংস্কার ও পরিবহন নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। অন্যথায়, এই মহাসড়ক আরও অনেক তাজা প্রাণ কেড়ে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,