বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ

কাউসার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অভিযানে প্রায় ০২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় ০১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি, এবং ০১ কোটি টাকা মূল্যের কসমেটিকস, খাদ্য সামগ্রী ও আতশবাজি।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন।
সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।