সারাদেশ

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার করায় আত্মহত্যা

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে মিতু আক্তার নামের এক তরুণীর সাথে একাধিকবার শারিরীক সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে রাশেদুল হাওলাদার নামের এক ইটালি প্রবাসীর বিরুদ্ধে। তবে রাশেদুল তরুণীকে বিয়ে করতে অস্বীকার করার কথা জানাজানি হলে, লোকলজ্জায় ভয়ে আত্ম হত্যা করেন ভুক্তভোগী তরুণী। আজ বুধবার ৫ নবেম্বর সকালে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অভিযুক্ত রাশেদুল সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পূর্ব হাউজদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুধখলী ইউনিয়নের গৌরাবদী এলাকার কৃষক আলি তালুকদার মেয়ে মিতু আক্তার (২০) এর সাথে একই উপজেলার পূর্ব হাউজদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে ইটালি প্রবাসী রাশেদুল হাওলাদার(২৬) প্রায় ৫ বছরে আগে প্রেমের সম্পর্ক হয়। অন্যদিকে প্রেমের সম্পর্ক কিছুদিন অতিবাহিত হলে, রাশেদুল তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে তরুণীর সালে একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়। কয়েকমাস আগে রাশেদুল বিদেশ থেকে বাড়িতে আসে। পূর্বের ন্যায় আবারও মিতুকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে শারিরীক সম্পর্কে মিলিত হয়। এবং শারীরিক সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করে রাখে। কয়েকদিন আগে রাশেদুল মিতুকে গোপনে ধারণকৃত ভিডিও ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে, তার ভাবির সহযোগিতার আনোয়ার হাওলাদারে বাড়িতে নিয়ে দুই রাত রাখেন। সেখান জোর পূর্বক তরুনীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন রাশেদুল। পরে অভিযুক্ত রাশেদুলের পরিবার এলাকার কতিপয় মাতুব্বরদের টাকা দিয়ে কারসাজির মাধ্যমে কৃষক বাবা আলি তালুকদারের বাড়িতে মিতুকে পৌঁছে দেওয়া হয়। এবং রাশেদুলের ও ভাবি, বাবা, মা সহ পরিবারের সবাই মিতুকে রাশেদুলের সাথে বিয়ে দিতে অস্বীকার করে, এবং তাদের ছেলের সাথে রাত কাটানোর জন্য কিছু টাকা দিতে চায়। মিতু ও তার স্বজনরা টাকা নিতে না চাইলে রাশেদুল ও তার ভাবি মিতুকে শারিরীক সম্পর্কের ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি ধামকি দেয়। এ ঘটনা কিছুটা এলাকায় জানাজানি হলে মিতু লোকলজ্জা ও মানসিক অত্যাচার সইতে না পেরে গত শনিবার বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন টের পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আবনতী হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বুধবার ৫ নবেম্বর সকালে চিকিৎসাধীন অবস্থায় মিতু মারা যায়।
নিহত মা অভিযোগ করে বলেন, আমার কলিজার টুকরো মেয়ে লোকলজ্জায় আমাদের কাছে আগে কিছু বলতে পারেনি। তবে মরার আগে বলে গেছে, তার সাথে রাশেদুল প্রেমের সম্পর্ক হয়। ঘুরতে গিয়ে রাশেদুল জোর করে খারাপ কাজ করেছে এবং সেই ভিডিও ধারণ করে রেখে পরে আমার মেয়েকে ব্লাকমেল করে একাধিকবার ধর্ষন করেছে। কিছুদিন আগে রাশেদুল ব্লাকমেইল করে তার ভাবির সহযোগিতায় আমার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে দুই রাত রেখে একাধিক ধর্ষন করেছে। এলাকার মাদবারদের কথায় মেয়েকে আমার বাড়িতে দিয়ে যায়। এবং কিছু টাকা দিতে চায়। আমরা টাকা নিতে অস্বীকার করায়, মেয়ের গোপন ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখায়। আমার মেয়ে শারিরীক মানসিক অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা করে। এবং ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারা যায়। আমি ধর্ষক রাশেদুলের ফাঁসি চাই। ভাই, মামা, চাচা ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাশেদুলের পরিবার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। আমাদের একটাই দাবি, আমরা ধর্ষক রাসেদুল ও তার পরিবারের কঠিন বিচার দাবি করছি।
এদিকে মিতুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পারলে অভিযুক্ত রাশেদুল হাওলাদার, আনোয়ার হাওলাদারসহ তার পরিবারের লোকজন ঘর তালা মেরে পালিয়ে যায়। তাই অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর থানার এসআই সাকিব সালমান বলেন, আমি ভিকটিমের জবানবন্দি নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ যা-ই। আমি তাকে মুমূর্ষু অবস্থায় পাই। এর কিছুখন পরে মিতু মা-রা যায়। তাই ভিকটিমের বক্তব্য নেওয়া যায়নি। তবে সেখানে রিদয় বিদারক ঘটনা ঘটেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, গতকাল ঢাকা থেকে পোস্টমর্টেম করে রাতে লাশ আনা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। আশা করছি শিগগিরই আসামি আটক করতে সক্ষম হবো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,