সারাদেশ

রাতের আধারে হতদরিদ্রের ইজিবাইক চুরি 

 মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের দরিদ্র মিজানুর রহমান খোকনের আয় রোজগারের একমাত্র সম্বল ব্যাটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে গেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার (২৫ এপ্রিল) একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মিজানুর রহজমান । থানার অভিযোগ ও মিজানুর রহমানের সাথে কথা বলে জানা যায় , প্রতিদিনের মত বৃহষ্পতিবার রাতে নিজ বাড়িতে রাতে ইজিবাইক চার্জে দিয়ে রেখেছিলেন মিজানুর । ওই রাতে ১২ টার দিকেও তার ইজিবাইক সঠিক স্থানে দেখতে পান তিনি । শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উঠে দেখেন চেইন কেটে চোরেরা তার ইজিবাইকটি নিয়ে গেছে। পরে আশপাশের নানা স্থানে খোজ করেও ইজিবাইকটির সন্ধান আর মেলেনি । উপার্জনের একমাত্র ইজিবাইকটি হারিয়ে পাগল প্রায় মিজানুর রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,