গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মিঠু সরকার, পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় ১২নং বৈরাটি ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জুয়েল রানা সরকার ও ইউপি সদস্যগণ। এসময় তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে একটি ভিডিও দেখানোর পাশাপাশি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় প্রকল্পের) উপজেলা কো-অর্ডিনেটর মোঃ বদিউজ্জামান ।
উল্লেখ্য, প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্প বাস্তবায়ন করছে।