সিংড়ায় পলকের মুক্তি চেয়ে পোস্টারিং

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া আসনের সাবেক এমপি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুনাইদ আহমেদ পলকের নি:শর্ত মুক্তি চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পৌর শহরের বাজার, গোডাউন ঘাট, বালুয়া-বাসুয়া, দমদমা ও উপজেলার চামারী, কলম, চৌগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে এই পোস্টার দেখা যায়।
পোস্টারে লেখা আছে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সকল হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানপূর্বক চলনবিলের মাটি ও মানুষের প্রিয় সন্তান জুনাইদ আহমেদ পলকের নিঃশর্ত মুক্তি চাই।’
এর আগে গত রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ‘শেখ হাসিনাতেই আস্থা’ ও পলকের মুক্তি চেয়ে পোস্টার সাঁটানো হয়। যা বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুকে পেজে শেয়ার দেওয়া হয়।
এ বিষয়ে জানতে সিংড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দায়িত্বশীল পর্যায়ের কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।