সারাদেশ

পুর্নগঠিত হচ্ছে রায়পুরে বিএনপির ইউনিয়নে ও পৌরসভার-ওয়ার্ড কমিটি

মাহমুদ সানি,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্যদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন এবং পৌরসভা ও ওয়ার্ড কমিটি গঠন করা শুরু হয়েছে। গত ডিসেম্বর মাস থেকে নতুন কমিটি গঠন করেই বিলুপ্ত হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটি।
ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে পৌরসভার ১নং ওয়ার্ডর সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রায়পুর পৌরসভায় ওয়ার্ড কমিটি গঠন করা শুরু হয়।
এসময় ভোটের কার্যক্রম উদ্ধোধন করেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রায়পুরের সাবেক এমপি আবুল খায়ের ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক সাবেক মেয়র এবিএম জিলানি ও সদস্য সচিব শফিকুল আলম আলমাস, বিএনপি নেতা ভুইয়া কামাল রায়হান, আনিসুল হক ও ইকবাল হোসেন পাটোয়ারী প্রমূখ।
এতে বিএনপির পৌর ১নং ওয়ার্ডে সভাপতি মাইন উদ্দিন ভুইয়া, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর নির্বাচিত হয়।
সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে তুলতে রায়পুর উপজেলা ও পৌরসভায় মাঠ পর্যায়ে সড়ব রয়েছেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। গেল বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে যেন প্রান ফিরে পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।
জানা গেছে, বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলে দীর্ঘ দেড়যুগের বেশী সময় ধরে বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা ও হামলা সহ্য করেই দিন কাটাতে হতো তাদের। ফলে বছরের পর বছর নিজ নিজ এলাকায় বা ঘরে থাকতে পারতো না এমন নেতাকর্মীদের সংখ্যাও অনেক। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র -জনতার গনঅভ্যুত্থানের পর সাংগঠনিকভাবে বেশ চাঙা হয়ে উঠেছে বিএনপি।
দলীয় জাতীয় কর্মসূচী ছাড়াও নিয়মিত সাংগঠনিক কার্যক্রম দেখা যায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। বিশেষ করে বিএনপির কেন্দ্র ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রায় প্রতিদিনই সভা-সমাবেশ এবং ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। দ্বিগুন উৎসাহ নিয়ে দলের নেতাকর্মিরা কাজ করছে, এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের।
অপদিকে, রায়পুর উপজেলা ও পৌরসভার বিএনপির আওতাধিন ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটিগুলো পূর্ণগঠনের ঘোষনার অপেক্ষায় ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মি এবং নতুন পদ প্রত্যাশীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা ও মাঠ পর্যায়ে বেশ চাঙ্গাভাব দেখা দেয়। চলছে দৌড়ঝাঁপও।
সূত্র মতে, বিএনপির উপজেলা ও পৌরসভার কেন্দ্রিক যেকোনো অনুষ্ঠানে হাজির হচ্ছে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মি এবং পদ প্রত্যাশীরা। সবমিলিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।
রায়পুরের সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেস্টা আবুল খায়ের ভুইয়া বলেন, তৃণমূলে দলকে ‘শক্তিশালী’ ও নেতাকর্মীদের ‘সুসংঘটিত’ করতে বিএনপির উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা আছে কেন্দ্রের। এক্ষেত্রে কাউন্সিলের মাধ্যমে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করতে বলা হয়েছে। নির্দেশনা অনুযায়ি আমরা কাজ করে যাচ্ছি।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুর রহমান ভুইয়া জানান, দীর্ঘ ১৭ বছর অনেক জেল-জুলুম, নির্যাতনের পরও আমরা মাঠে-ময়দানে থেকেছি। রাজপথে থেকেছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এবার আমরা মাঠ পর্যায়ে আরো জোড়ালোভাবে সক্রিয় আছি। এছাড়া তৃণমূলে দলকে ‘শক্তিশালী’ ও নেতাকর্মীদের ‘সুসংঘটিত’ করতে আমাদের প্রতি নির্দেশনা আছে কেন্দ্রের। ফেব্রুয়ারী মাসের মধ্যেই ১০টি ইউপির ৯০টি ওয়ার্ড কমিটির পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিবে। পরে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি হবে।
কমিটি পূর্ণগঠন প্রক্রিয়া প্রসঙ্গে পৌর বিএনপির আহবায়ক এবিএম জিলানি বলেন, পৌরসভার ওয়ার্ড ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ভুইয়া কামাল রায়হান, সদস্য ভিপি জাকির হোসেন হাওলাদার, আনিসুল হক, এডঃ আবদুল মজিদ ও ইকবাল হোসেন পাটোয়ারী। ২০ ফেব্রুয়ারীর মধ্যে ৯টি ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং