সারাদেশ

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের শামীম ওসমানসহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা

মোঃলিটন চৌধুরী, (নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে মো. মিরাজ হোসেন (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৬৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। এই মামলা অজ্ঞাত রয়েছে ১০০-১৫০ জন।
ভুক্তভোগী মিরাজ হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে আবেদন করলে আদালতের নির্দেশনা মোতাবেক শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মামলাটি রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
মামলার আসামিদের মধ্যে রয়েছে: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৬০), সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নামক (৬০), কেন্দ্রীয় আ:লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হানিফ (৬০), নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমান (৫৫), ঢাকাস্থ সাবেক ডি. আই. জি. বিপ্লব কুমার দাস (৫৫), সাবেক ডিবি প্রধান হারুন (৫০) প্রমূখ।
মামলায় তুলে ধরা হয়েছে: পটপরিবর্তনের আগের ১৮ জুলাই বিকেল ৩ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতা আন্দোলন করছিল। তখন উক্ত মামলার ১ থেকে ১২ নং আসামির নির্দেশনায় আন্দোলনরত মানুষের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করলে ভিকটিম মিরাজ হোসেনের দুই পায়ের রানে গুলিবিদ্ধ হোন। এরপর আন্দোলনের সহযোদ্ধা তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান বলে বাদী মামলায় উল্লেখ করেন৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং