সারাদেশ

সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় ৪ জন সদস্য গ্রেফতার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগ‌ঞ্জে দুই চোরাই গরুসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অপস্ অফিসার মোঃ উসমান গণি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৪টার দি‌কে বেলকুচি উপ‌জেলার গয়নাকান্দি গ্রা‌মের কৃষক মো. জাহাঙ্গীর আলমের গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করলেও আর সন্ধান পাওয়া যায়নি। প‌রে সিরাজগঞ্জের বেলকুচি থানায় একটি চুরি মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব-১২ আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক তৎপরতা শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় র‌্যাব-১২ বুধবার ৩টি পৃথক অভিযান পরিচালনা করে চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
আসামিরা হলেন পাবনার দুলাই গ্রা‌মের মো শাহজাহান খোন্দকারের ছে‌লে মো. শাহীন খোন্দকার, সিরাজগঞ্জের আলীয়ারপুর গ্রা‌মের মো. জমশের মণ্ডলের ছে‌লে মো. আব্দুল খালেক, প্রতাপ উত্তরপাড়া গ্রা‌মের মো. নজরুল ইসলামের ছে‌লে মো. সুজন আলী এবং মোহাম্মদ আলীর ছে‌লে জরিপ মণ্ডল।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‌্য বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং