সারাদেশ

মাদকবিরোধী সচেতনতামূলক বিতর্কে চ্যাম্পিয়ন রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধিঃ মাদকবিরোধী সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গামাটি মেডিকেল কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রাবিপ্রবি)।

সোমবার (১৭ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাঙ্গামাটি জেলা কার্যালয় এর আয়োজনে ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় রাবিপ্রবি কনফারেন্স রুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন” স্লোগান-কে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় “পারিবারিক ও সামাজিক সচেতনতা মাদক প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে” শিরোনামের বিতর্কে পক্ষ দল হিসেবে অংশগ্রহণ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, বিপক্ষ দল হিসেবে ছিলো রাঙ্গামাটি মেডিকেল কলেজ। রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির হয়ে বিতর্কে অংশ নেন মায়মূনা মুসাররাত, আমাতুল্লাহ ফারাবী ঈশা এবং মো: নুরুল আলম। রাঙ্গামাটি মেডিকেল কলেজের পক্ষে অংশ নেন সাফায়তে হোসাইন, শাফিন আহমেদ ও পুষ্পিতা দাশ।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

প্রধান অতিথি বির্তাকিকদের চমৎকার উপস্থাপনার প্রশংসা করেন এবং বির্তক প্রতিযোগিতার আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বির্তাকিক হওয়ার জন্য পরিশীলিত মননকে ধারণ করার শক্তি ও মন থাকতে হবে। মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে ছাত্রসমাজের দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা বির্তাকিক হন তাদের ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করার মানসিকতা থাকতে হবে। তারা তরুণ সমাজকে স্বপ্ন দেখাবে, আলো দেখাবে। তিনি আরো বলেন, “মাদক নির্মূলে পারিবারিক সচেতনতা ও আইন এর প্রয়োগ দু্‌টোই দরকার আছে। আমরা মনে করি এ দুই জায়গায় সমন্বয় দরকার এবং কোনটি একক ভাবে কার্যকর হতে পারে না।”

সভাপতির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনের যেমন ভূমিকা রয়েছে তেমনই ব্যক্তি, পরিবার ও সমাজেরও ভূমিকা রয়েছে। সকল সামাজিক শক্তি ও আইনের সঠিক প্রয়োগ ছাড়া এ সমস্যা সমাধান অসম্ভব প্রায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাসায়নিক পরীক্ষাগারের রাসায়নিক পরীক্ষক মোঃ শফিকুল ইসলাম সরকার, রাঙ্গামাটি মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন আহমেদ ও সহকারী অধ্যাপক ডা. মোঃ মাহফুজুল হক, রাঙ্গামটি সরকারি কলেজের প্রভাষক জনাব সঞ্জয় দে ও প্রভাষক জনাব এরফান শাহরিয়ার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব এম সাইফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে ও শিক্ষার্থীদের উজ্জ্বীবিত ও উৎফুল্ল করে তোলে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোঃ আয়নুল ইসলাম ও সহ-সভাপতি সঞ্চিতা চক্রবর্তী। সবশেষে, আমন্ত্রিত অতিথিরা বির্তক
প্রতিযোগিতার বিজয়ী দল এবং বিজিত দলের বির্তাকিকদের পুরস্কার প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং