দিনাজপুরে জেলা মহিলা দলের তারেক রহমান ঘোষিত প্রচারপত্র বিতরণ

মোঃমোমিনুল ইসলাম
(দিনাজপুর)
দিনাজপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর পৌর শহরের ২নং ওয়ার্ড ও ১০নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে নেত্রীবৃন্দ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে নেতারা রাষ্ট্র বিনির্মাণে জনগণের সহযোগিতা কামনা করেন। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড ও ১০নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সর্ব সাধারণের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিন সুলতানা বিউটি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. সায়কা বেগম, সাধারণ সম্পাদক মোছা. সালমা বেগম, পৌর মহিলা দলের সিনিয়র সভাপতি ফাতেমা, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার স্বপ্না, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক খাদিজাসহ মহিলা দলের অন্যান্য নেত্রীবৃন্দ।