পুঠিয়ার শিবপুরে পবা হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোঃ সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পবা (শিবপুর হাট) হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে হাইওয়ে সড়কে দুর্ঘটনা রোধ, যানজট নিরশনে সচেতনতা সৃষ্টি ও দিকনির্দেশনা মূলক মতবিনিময় সভা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
২৮ জানুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার সকালে পবা হাইওয়ে থানা প্রাঙ্গণে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এর সঞ্চালনায় পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ্ র সভাপতিত্বে, প্রধান অতিথি ডিআইজি (অপারেশনস পশ্চিম) বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার-ঢাকা মোঃ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারি পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন মোঃ আলী আহমেদ হাশমী।
প্রধান অতিথি ডিআইজি (অপারেশনস পশ্চিম) বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা মোঃ আবুল কালাম আজাদ তিনি তার বক্তব্যে বলেন ” আমরা পুলিশ বাহিনী সবসময় জনগণের সেবায় নিয়োজিত। ০২ মাস পর পর আয়োজন করা হবে। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের থেকে শুনবো আমরা আপনাদের দাবিগুলো কতটুকু পূরণ করতে পারলাম এবং কি দাবি বাদ পড়লো সেগুলো আপনাদের কাছে থেকে জানতে পারবো এবং আমরা সেগুলো পূনরায় বাস্তবায়িত করার চেষ্টা করবো। পবা হাইওয়ে থানার নাম সংস্করণ এর প্রসঙ্গে তিনি বলেন এটা মন্ত্রণালয়ের আওতাধীন আমরা তাদের কাছে নাম সংস্করণ প্রসঙ্গে একটি আবেদন পত্র পাঠিয়েছি আবেদন পত্রটি প্রক্রিয়াধীন। আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য।
বিশেষ অতিথি সহকারি পুলিশ সুপার হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন মোঃ আলী আহমেদ হাশমী, তিনি বলেন ” হাইওয়ে থানার দু’পাশে দুইটি হাট আছে এবং প্রচুর গাড়ি চলাচল করে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যানজট নিরসনে ও দুর্ঘটনা প্রতিরোধে। হাট কমিটির সহযোগিতা কামনা করেন।
সভাপতি বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ্ তার বক্তব্যে বলেন ” মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করার জন্য ট্রাফিক আইন মানতে হবে এবং অতিরিক্ত গতি পরিহার করতে হবে অবশ্যই হেলমেট ব্যাবহার করতে হবে। অপ্রাপ্ত বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল দেওয়া যাবেনা পরিবারকে সচেতন হতে হবে। থ্রি হুইলার গাড়ি বেশি দুর্ঘটনার কারণ বলে উল্লেখ করেন।
উপস্থিত ছিলেন বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি মতিউর রহমান, ০৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আঃ সোবহান মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ নাজমুল হুদা বাবু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাজাহান সরদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গাফফার বুলবুল, সাবেক রাজশাহী সিটি কলেজ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের মোঃ আহসান হাবিব, শিবপুর বাজার বণিক সমিতির সভাপতি সাদেকুর রহমান, ০৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম টিটু মাস্টার, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক মোঃ মাহাতাব মাস্টার, ০৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাবেক ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান ময়না, উপজেলা বিএনপি’র সদস্য শাজাহান সাবু, সাবেক মেম্বার আব্দুল আজিজ, সাবেক ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন (তোফা), মোঃ খোরশেদ আলম, সাবেক শিবিরের বানেশ্বর শাখা সভাপতি ও রাজশাহী জেলা শিবিরের মিডিয়া সম্পাদক মোঃ আতিকুর রহমান।
এছাড়াও পবা হাইওয়ে থানার এসআই সাজ্জাদ, সার্জেন্ট সাগর, সার্জেন্ট নবীন, এএসআই আহসান হাবীব, এএসআই মতিয়ার রহমান, নায়েক আব্দুর রাজ্জাক, নায়েক দারাজ, রুবেল, নাহিদ, লিটন
ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। এসময় স্থানীয়রা পবা হাইওয়ে থানার নাম সংস্কার করে শিবপুর হাইওয়ে থানা নামকরণ করার দাবি জানান।