সারাদেশ

বাঁশখালীতে মাওলানা নুরুন্নবী চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
বাঁশখালী উপজেলার ইলশায় দরিদ্র পরিবারের মাঝে সেবামূলক সংগঠন ‘মাওলানা নুরুন্নবী চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট’-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলার ইলশায় মাওলানা নুরুন্নবী চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ বিল্লাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা আরেফায়ে দিলদার বেগম চৌধুরী
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মনছুর আলী চৌধুরী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ কলিম উল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল ইসলাম, বাকি বিল্লাহ চৌধুরী ও তাকি তাজওয়ার চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা নুরুন্নবী চৌধুরী ছিলেন একজন পরোপকারী মানুষ, এবং সারা জীবন তিনি মানুষের জন্যই কাজ করে গেছেন। আশা করি, এই ট্রাস্টের মাধ্যমে তাঁর রেখে যাওয়া আদর্শ ও স্মৃতিগুলো সমাজে বাস্তবায়ন হবে। এ সময় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ বিল্লাহ চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হলো সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,