জমকালো আয়োজনে শেষ হলো ধর্মপুর এডুকেশনাল এস্টেটের হীরকজয়ন্তী।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ফুলগাজীর আমজাদহাটে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধর্মপুর এডুকেশনাল এস্টেটের হীরক জয়ন্তী অনুষ্ঠান জমকালো আয়োজনে উদযাপন হয়েছে।গতকাল শনিবার(২২ ফেব্রুয়ারি) সকালে ধর্মপুর এডুকেশাল এস্টেট প্রাঙ্গণে হীরক জয়ন্তী অনুষ্ঠান আনন্দঘন ও পরিবেশের বেলুন ও পায়রা উড়িয়ে ও ফলক উম্মোচন এর মাধ্যমে উদ্বোধন করা হয়।হীরক জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি দিদারুল আলম কোহিনুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আহসান উল্লাহ ভূঁইয়া।বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক সংসদ সদস্য আলিম উল্লাহ, বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দীন,প্রাক্তন শিক্ষিকা লুৎফা খানম,অ্যাডভোকেট রবিউল হক, আমজাদহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মজুমদার,অনুষ্ঠানের সাধারণ সম্পাদক মো: সুরুজ্জামান প্রমূখ।জামিল আহমেদ চৌধুরী ও ফাতেমা জান্নাতের যৌথ সঞ্চালনায় প্রাক্তন ছাত্রদের মধ্য থেকে মজার স্মৃতিচারণ করেন ডিবিসি নিউজের সম্পাদক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লোটন একরাম,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আরাফাত মাহমুদ,ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অনোকোলজি বিভাগের প্রধান ডা:মুজিবুর রহমান,বিশিষ্ট ব্যাংকার আব্দুল্লাহ হারুন সোহাগ,বিশিষ্ট ব্যাংকার গিয়াস উদ্দিন মানিক,ফেরদৌস আরা লীনা প্রমূখ।অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম আলোচনা শেষে স্কুলের ইতিহাস,ঐতিহ্য ও সফলতার স্মৃতিচারণ নিয়ে প্রকাশিত বর্ণিল স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।একই সাথে সাবেক শিক্ষার্থী পরিষদের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।উন্মুক্ত ম্যাগাজিন অনুষ্ঠান ওয়ান আওয়ার শো,সর্বোচ্চ রেজিস্ট্রেশন ব্যাচের পরিচয়,বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ,রাফেল ড্র অনুষ্ঠিত হয়।বিকেলে আয়োজন করা হয় মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান।