সারাদেশ

জনগণ আর বিচারবহির্ভুত হত্যাকাণ্ড দেখতে চায় না-শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন,ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিচারবহির্ভুত হত্যাকাণ্ডকেও কবর দিয়েছে।দেশের জনগণ আর বিচারবহির্ভুত হত্যাকাণ্ড দেখতে চায় না।তিনি আরো বলেন,সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বেশ কয়েকটি বিচারবহির্ভুত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।যা বর্তমান সরকারের ভাবমুর্তিকে প্রশ্নের মধ্যে ফেলেছে।এই সমস্ত হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে পুরনো ফ্যাস্টিস সংস্কৃতিই আবার ফিরে এসেছে বলে জনমনে ধারণা তৈরি হবে।
তিনি বলেন,সম্প্রতি জুলাই গণ অভুত্থানে আহত আন্দোলকরীদের সুচিকিৎসা নিশ্চিত না করায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।অথচ বর্তমান সরকারের সবার আগে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার কথা ছিলো। আমরা মনে করি সুচিকিৎসা নিশ্চিত না করা জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।তিনি বলেন,দেশ পরিচালনায় রাজনৈতিক দলের সাথে সকল শ্রেণীপেশা এবং সমাজ শক্তি সমূহের অধিকার ক্ষমতা এবং কতৃত্বের লক্ষে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
আজ বিকাল ৪ টায় দাগনভূঁক্রা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের অলাতলি বাজারে স্থানীয় জেএসডি আয়োজিত পথসভায় তিনি উপরক্তো বক্তব্য রাখেন।সিন্দুরপুর ইউনিয়ন জেএসডি সভাপতি গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী জেলা সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী,সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু,উপজেলা সাধারণ সম্পাদক এম এইচ জাহাঙ্গীর,তাজ উদ্দিন আজাদ,শাহাদাত হোসেন সবুজ,এ কে এম জুয়েল, সিন্ধুরপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল জলিল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং