সিংড়ায় ব্যবসায়ীকে গুলি, অভিযানে অস্ত্র উদ্ধার

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১লা ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
মো. ওসমান গনি বাবু ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে ধান-চালের ব্যবসা করেন।
ওসমান গনির ভাতিজা আলাল বলেন, তার চাচা নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার উদ্দেশে তার বাড়ির পাশে মসজিদের উদ্দেশে বের হন। মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। এখনো পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করবে।
একইদিন বিকালে আর্মি ক্যাম্প (১১ এসপি রেজিমেন্ট) হতে একটি সেনা টহল দল ঘটনাস্থলে তল্লাশী করলে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।