অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

শিমুল তালুকদার সদরপুর থেকে:
ফরিদপুরের সদরপুর উপজেলার আঁড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আঁড়িয়াল খাঁ নদে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭এর খ(খ) ধারা অনুযায়ী সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামের মোঃ সোবাহার ফকিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অভিযানে নেতৃত্ব দেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা। অভিযান চলাকালে সদরপুর থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি গভীর রাতে এক অভিযানে ৬টি মাটি বোঝাই ড্রাম ট্রাকসহ ৮ জনকে আটক করা হয়। আটককৃদের মধ্যে ট্রাকের চালক ও সহযোগীরা ছিলেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মোতালেব হোসেন (খোকন) জানিয়েছিলেন, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।