জয়পুরহাটে সেরাকণ্ঠ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি:
গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ শির্ষক শ্লোগানে জয়পুরহাটে সেরাকণ্ঠের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিবাগত রাতে শহরের সার্কিট হাউজ মাঠে জমকালো অনুষ্ঠানে মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এ প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, ফাহমিদা নবী ও শিল্পী মিঠু হাসান।
প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ক-বিভাগ থেকে মোঃ মুন ইসলাম ও খ-বিভাগ থেকে আক্কেলপুর উপজেলার হাফিজুর রহমান।
জেলার ৫টি উপজেলার সকল ইউনিয়নের ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে সাত মাসের লড়াই শেষে ক-বিভাগে উঠে আসে মোহন,আকাশ মন্ডল, অনুপ কুমার মালী,শামীম রেজা রিফাত, সুদিপ্ত সরকার অংকিত এবং খ-বিভাগে উঠে আসে হাফিজুর রহমান, কনিকা দেবনাথ, মাহমুদুন নবী সনি,রেজাউল ইসলাম, মোমিনুর রহমান।
দুই বিভাগের চ্যাম্পিয়নরা পেয়েছেন ৫০ হাজার টাকা ও ট্রফি, ১ম রানার্স আপরা ৩০ হাজার টাকা ও ট্রফি ২য় রানার্স আপরা ২০ হাজার টাকা ও ট্রফি এবং চতুর্থ ও পঞ্চম ১০ হাজার টাকা। সেই সাথে প্রত্যক জন সনদ পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, উজ্জ্বল বাইনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ প্রতিপাদ্যে সাত মাস পূর্বে শুরু হয়েছিল জয়পুরহাট সেরাকণ্ঠ। তারই অংশ হিসেবে তারুণ্যের উৎসব ২০২৫ এ গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো প্রথম রাউন্ডের জয়পুরহাট সেরাকণ্ঠ।