শ্যামনগরে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক এক

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজা সহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকাল পাঁচটার দিকে অভিযান চালিয়ে উপজেলার খানপুর এলাকার জাহাজঘাটা নামক স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম ইকরামুজ্জামান (২৩)। তিনি সাতক্ষীরা সদর থানার কুলিয়াডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, আটকব ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েংছে।