শিক্ষাঙ্গন

আইনি সচেতনতা বৃদ্ধিতে স্কুল শিক্ষার্থীদের দোরগোড়ায় ইবি শিক্ষার্থীরা

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি (LAES) বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আইন সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সাধারণ সম্পাদক নাইমুর রহমান সুজনের সঞ্চালনায় ও সহকারী প্রধান শিক্ষক খন্দকার ওয়াহিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়।

ক্যাম্পেইনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মিশুক শাহরিয়ার, নাজমুল ইসলাম আরাফাত, এম. ই. এইচ শান্ত, মো. ওসমান গণি, নাঈমা মোজাম্মেল প্রকৃতি, অপু মিয়া ও আশিকুর রহমান আশিক এছাড়া সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক তামান্না ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আলোচনায় বক্তারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। পাশাপাশি আইন ভঙ্গের উদাহরণ, শাস্তির বিধান, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি তুহিন বাবু বলেন, ‘স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে আইনী সচেতনতা সৃষ্টি করে তাদের মানবিক ও ন্যায়পরায়ণ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সংগঠন কাজ করে যাচ্ছে। আমরা চাই দেশের প্রতিটি মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে উঠুক।’

উল্লেখ্য, ২০১৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এলএইএস শিক্ষার্থীদের আইন সচেতনতা বিস্তারে নিয়মিত সভা, সেমিনার ও কর্মশালা আয়োজন করে আসছে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর