উদ্যোক্তা উন্নয়নে ৫ বছর পার করলো বাউস: কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজন আগামী ১২ জুন

ছবি- জীবন রহমান মোহন, প্রতিষ্ঠাতা – বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা- বাউস (বামে) || বাউসের লোগো (ডানে)
শুভ ইসলাম সম্রাট, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
২ জুন ২০২৫, রবিবার।
তরুণ উদ্যোক্তাদের সহযোগিতা ও প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্য নিয়ে গঠিত বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন সংস্থা (বাউস) যাত্রার পাঁচ বছর পূর্ণ করেছে। ২০২০ সালের ২ জুন কুষ্টিয়া থেকে যাত্রা শুরু করে সংস্থাটি। শুরুতে একটি অনলাইন পণ্য বিক্রয় প্ল্যাটফর্ম থাকলেও এখন এটি একটি পূর্ণাঙ্গ উদ্যোক্তা কমিউনিটিতে পরিণত হয়েছে।
সংস্থার প্রতিষ্ঠাতা মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন। তিনি তাঁর প্রবাস জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেন। বাউসের মাধ্যমে নতুন উদ্যোক্তারা পণ্যের বিপণন, ব্যবসায়িক পরামর্শ এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান।
পাঁচ বছরে সংস্থাটি শতাধিক উদ্যোক্তাকে সহায়তা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, উদ্যোক্তা মেলা, নেটওয়ার্কিং ইভেন্ট এবং বাস্তবভিত্তিক পরামর্শ সেবা।
বাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ বছর পূর্তি এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে আগামী ১২ জুন কুষ্টিয়ার পিপাসু রেস্টুরেন্টে একটি আয়োজন করা হবে। এতে সংস্থার সদস্য, স্থানীয় উদ্যোক্তা, বিশিষ্টজন ও অতিথিরা অংশ নেবেন।
আয়োজনের মধ্যে থাকবে:
*উদ্যোক্তাদের সম্মাননা প্রদান
*মতবিনিময় সভা
*ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা
বাউসের মূল লক্ষ্য, ‘সৃজনশীল উদ্যোক্তা তৈরি’। এ লক্ষ্য সামনে রেখে তারা দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের সঙ্গে কাজ করছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।