সারাদেশ

কুমিল্লায় জমকালো আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

হাবিবুর রহমান মুন্না।।

ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য আনন্দের মুহূর্ত এনে দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার(২৮ এপ্রিল)  বিকেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার সূচনা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। যুব সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে এমন টুর্ণামেন্টের বিকল্প নেই। এই ধরনের আয়োজন শুধু ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে না, পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

Oplus_131072

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন মিত্র, সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ,জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল এবং  জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু।

অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং কুচকাওয়াজ। খেলোয়াড়দের শপথ গ্রহণ পর্ব শেষে মাঠে গড়ায় উদ্বোধনী ম্যাচ।

চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন জেলা দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তরুণ ফুটবলারদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরতে এই টুর্ণামেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরির ক্ষেত্রেও এটি একটি কার্যকরী প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

উল্লেখ্য, কুমিল্লায় এই প্রথমবারের মতো বিভাগীয় কমিশনার গোল্ডকাপ অনুষ্ঠিত হচ্ছে। ফুটবলপ্রেমীদের ব্যাপক সাড়া, খেলোয়াড়দের উৎসাহ এবং প্রশাসনের সহযোগিতায় এটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,