কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল দুজনের
শুভ ইসলাম সম্রাট, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় সাপের ছোবলে পৃথক দুটি স্থানে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-কালু হালসানা (৩৫) তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে।
আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে জেলার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকায় ‘রাসেল ভাইপার’ সাপের কামড়ে কামরুজ্জামান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কৃষক কামরুজ্জামান। এসময় ‘রাসেল ভাইপার’ কামড় দিলে সেটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন কামরুজ্জামান। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কামরুজ্জামান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামের মৃত. করিম পরামানিকের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান এই চিকিৎসকের।





