শিক্ষাঙ্গন

ছাতকে আলোকিত মনীষা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সংবর্ধনা প্রদান

ছাতক প্রতিনিধি: সদ্য অবসরে যাওয়া এক শিক্ষককে বিরল সম্মাননা জানানো হয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলায়। সফলতার সঙ্গে কর্মজীবন সম্পন্ন করা প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র অধ্যক্ষ আল্লামা আব্দুস সালাম আল-মাদানি সেই সম্মাননা পেয়েছেন। তার অবসর গ্রহণ উপলক্ষ্যে ‘আলোকিত মনীষা’ নামে একটি স্মারকগ্রন্থ বের হয়েছে। ৯ ফেব্রুয়ারী রোববার সেই স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকের হাতে একটি সম্মাননা চেকও তুলে দেয়া হয়। সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ আব্দুছ ছোবহান। সহকারী অধ্যাপক মুফতি মূয়ীনুল হক মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত মুদাররিস মাওলানা মো. মুবাশ্বির আলী প্রতাপপুরী, বিশেষ অতিথি ছিলেন সৎপুর কামিল মাদ্রাসা’র সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ঈসমাইল হোসেন, গোবিন্দনগর মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. আব্দুল আজিজ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন, সৎপুর কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা সালেহ আহমদ, ফতেহপুর কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুশ শাকুর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা নুরুদ্দীন, মাওলানা জালাল উদ্দীন, কালারুখা লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাও দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা জাকির হুসেন, মাওলানা সাদিকুর রহমান অলংকারী, প্রাক্তন শিক্ষার্থী কাজী মাওলানা আব্দুস সামাদ, মাওলানা সালাহ উদ্দিন, হাফিজ রফিকুল ইসলাম, হাফিজ বিলাল হোসেন, আব্দুল্লাহ বিন মোস্তফা, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সহকারী পৃষ্ঠপোষক আব্দুল মমিন, ছাতক উপজেলার পৃষ্ঠপোষক মাসুদ আহমেদ, আল-ফজল ছাত্র সংসদের ভি.পি আবুল হাসান মো. আদনান, জি.এস সৈয়দ জাবের বিন হাবিব প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ জায়েদুল ইসলাম, ইসলামি সংঙ্গীত পরিবেশন করেন মানসুর আহমদ সাগর ও শিশু শিল্পী মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় মুরব্বি এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাষ্টার আব্দুল লতিফ, শামছুল ইসলাম (শমছু), আব্দুল কুদ্দুস, ছোরাব আলী, মাওলানা জহুর আলী, মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মুখতার আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মেরাজ উদ্দিন, মাওলানা শফিকুর রহমান সিরাজী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবুল হাসান, মাওলানা বদরুল আলম, দ্বীন ইসলাম, মাওলানা বদরুদ্দীন আল-মাদানী, মাওলানা ওয়ালি উল্লাহ, মো. রাজিবুর রহমান, শাহিদুল ইসলাম মোশাররফ, মাওলানা মিছবাহ উদ্দীন, মাওলানা ছদরুল আমীন, শাহজাহান আলী, জাকির হুসেন, মাওলানা শামছুল ইসলাম, ক্বারী আব্দুল হাকিম প্রমূখ।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর